সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির ‘অমীমাংসিত হত্যা মামলা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা আর্টিকেল ১৯।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজার এলাকায় নিজ অ্যাপার্টমেন্টে তাদের পাঁচ বছরের শিশু সন্তান মেঘের সামনে নির্মমভাবে হত্যা করা হয় এই সাংবাদিক দম্পতিকে।
বিশ্বব্যাপী মত প্রকাশের স্বাধীনতা ও তথ্য অধিকার (আরটিআই) নিয়ে কাজ করা আর্টিকেল ১৯ শুক্রবার এই মামলার তদন্ত কাজ বিলম্ব না করে সম্পন্ন করতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানায়।
আর্টিকেল ১৯ এর আঞ্চলিক পরিচালক ফারুক ফয়সাল বলেন, ‘এই অমীমাংসিত মামলাটি বিচারহীনতার সংস্কৃতির শক্তিশালী অস্তিত্বের একটি লজ্জাজনক উদাহরণ যা দেশের বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। যেখানে খুনিরা মুক্তভাবে থাকতে পারে। যেটা কিনা ইঙ্গিত করে সাংবাদিকদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো বিশৃঙ্খলার বিচার করতে রাষ্ট্র ব্যর্থ।’
তিনি বলেন, ‘এই হত্যা মামলার তদন্তের কোনো অগ্রগতি না হওয়াটা স্পষ্টতই সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।’
—ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২