January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 18th, 2022, 7:33 pm

সাকিব-মুশফিকদের ছক্কা মারা শেখাচ্ছেন সিডন্স

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের ব্যাটাররা পাওয়ার হিটিং নিয়ে প্রায়ই আফসোস করেন। কুড়ি ওভারের ক্রিকেটে যেখানে চার-ছক্কার বৃষ্টি ঝরে, সেখানে বাংলাদেশের ব্যাটাররা বল সীমানা ছাড়া করতে পারেন কমই। ফলে বেশ কিছুদিন ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাওয়ার হিটিং কোচ খুঁজছিল। কিন্তু ব্যাটিং কোচ জেমি সিডন্সের আগ্রহে আপাতত সেখান থেকে সরে এসেছে বিসিবি। সিডন্সই সাকিব-মুশফিকদের পাওয়ার হিটিং শেখাচ্ছেন বলে জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গত কয়েকদিন ধরেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাকিব-মুশফিক-এনামুল-মিরাজদের অনুশীলন করাচ্ছেন সিডন্স। বোলিং মেশিন দিয়ে বল ছোঁড়া ছাড়াও থ্রো ডাউনের মাধ্যমে ব্যাটরাদের দীক্ষা দিচ্ছেন তিনি। বৃহস্পতিবার (১৮ আগষ্ট) হুট করেই ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন দেখতে মিরপুর এসেছিলেন বিসিবি প্রধান। স্টেডিয়াম থেকে বেরিয়ে যাওয়ার পথে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেছেন, ‘কদিন আগে জিমি (জেমি সিডন্স) আমার বাসায় এসেছিল। কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা একটা পাওয়ার হিটিং কোচ নিয়ে আলোচনা করছিলাম। তখন জিমি বললো, ওর নাকি এটাতে বিশেষত্ব আছে। তাই নিজেই কাজ করতে চাচ্ছে। আমরা তাকে কাজ চালিয়ে যেতে বলেছি।’ পাওয়ার হিটিং কোচ খোঁজা প্রসঙ্গে বিসিবি প্রধান বলেছেন, ‘এই এশিয়া কাপ নয়, আমাদের লক্ষ্য হচ্ছে পরবর্তী বিশ্বকাপ। কারণ, ওইটা আরও চ্যালেঞ্জিং। কারণ, সেটা অস্ট্রেলিয়ায়। ওইসব জায়গায় তো আমরা এমনিতেই স্ট্রাগল করি। সেটার কথা মাথায় রেখে আমরা কাজ করছি। এই এশিয়া কাপে আমরা কিছু জিনিস পরিবর্তন করে দেখতে চাচ্ছি যে সব ঠিক আছে কিনা। এজন্য বেশি সময় নেই। হঠাৎ করে একজন কোচ এনে সব উন্নতি করে ফেলবো ভাবা ঠিক হবে না।’ ব্যাটরাদের আগ্রাসী ক্রিকেট খেলতে পরামর্শ দিয়ে পাপন বলেছেন, ‘যদি আমরা জিততে চাই বা ভালো করতে চাই টি-টোয়েন্টির ভাবনাটা পরিবর্তন করতে হবে। এর কোনও বিকল্প নেই। ১৩০ করে একটা ম্যাচ জিততে পারবেন না। এটা তো হতে পারে না। আমাদের ১৮০-২০০ করতে হবে। এটা মাথায় রাখতে হবে। এখন আমাদের যে পরিকল্পনা সেটা করার কোনও লক্ষণই দেখছি না। এটাকে নতুন করে কী করা যায় তা নিয়ে আমরা আলোচনা করেছি।’