অনলাইন ডেস্ক :
জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে সেই জয়ের ধরে রাখতে পারেনি সাকিব আল হাসানের দল। এর মাঝে নিউজিল্যান্ডের ম্যাচে ইনজুরিতে পড়েছেন সাকিব। সপ্তাহখানেক পেরিয়ে গেলেও বিষয়টি নিয়ে এখনও ‘অন্ধকারে’ রয়েছে সবাই। সাকিবের ইনজুরি নিয়ে বিসিবি কিংবা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখনও কিছু খোলাসা করা হয়নি। ভারতের বিপক্ষে সাকিবের না খেলা নিয়ে এক গণমাধ্যমকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু কথা বলেন। তিনি জানান, ‘আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে সাকিবকে বিশ্রাম দিয়েছি। কারণ গত বৃহস্পতিবার ম্যাচ খেলে চোট বেড়ে গেলে সমস্যা হবে। সে পুরোপুরি ফিট হয়ে পরের পাঁচ ম্যাচে খেললে ভালো।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাটিং করার সময় বাঁ-ঊরুর সামনের পেশিতে চোট পান সাকিব। মাঠেই প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যাটিং চালিয়ে গেছেন তিনি। যদিও সেদিন ম্যাচ শেষ না হতেই সাকিবকে যেতে হয়েছিল হাসপাতালে। করানো হয় স্ক্যান। তবে সেই রিপোর্টের বিস্তারিত কিছুই জানায়নি বিসিবি। এরপর ভারত ম্যাচের আগে আবার স্ক্যান করানো হয় টাইগার অধিনায়কের। তবে এখনো রিপোর্ট জানা যায় নাই। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ম্যাচে দেখা যায় নাই তাকে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এই দেখা যাবে কি না তা নিয়ে শঙ্কা? দুই এমআরআই রিপোর্ট চেপে রাখা হয়েছে টিম ম্যানেজমেন্ট থেকে। আর কেনই বা এই লুকোচুরি-এ নিয়ে মুখও খুলছেন না কেউ।
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম