January 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 30th, 2024, 4:55 pm

সাত কলেজের শিক্ষার্থীদের সড়কে অবস্থান, রাজধানীজুড়ে যানজট

নিজস্ব প্রতিবেদক
পূর্বঘোষণা অনুযায়ী আজ বুধবার সায়েন্স ল্যাবরেটরিসহ একাধিক স্থানে সাত কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় রাজধানীর বিভিন্ন স্থানে যানজট সৃষ্টি হয়েছে। আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে এ অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের এ অবস্থানের জন্য নগরীর অনেক স্থানে বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। দীর্ঘ সময় যানবাহনে থাকতে না পেরে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যস্থলের দিকে রওনা হচ্ছেন—এমন চিত্র নগরীর বিভিন্ন স্থানে দেখা গেছে। ট্রাফিক পুলিশ বলেছে, নগরীর একটি বড় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে অন্যগুলোতেও এর প্রভাব পড়ে। এ ক্ষেত্রেও তা–ই হয়েছে। বেলা তিনটার দিকে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিভিন্ন স্থানে যানজট ছিল।

আজ দুপুর পৌনে ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বেলা তিনটার দিকেও অবরোধ-বিক্ষোভ চলছিল।

বিক্ষোভ-অবরোধের কারণে মিরপুর সড়কসহ সায়েন্স ল্যাবরেটরি মোড় ঘিরে আশপাশের সড়কগুলোয় দীর্ঘ যানজট দেখা দেয় শুরু থেকেই। ভোগান্তিতে পড়েন বহু মানুষ। ধীরে ধীরে যানজট ছড়িয়ে যায় নগরীর বিভিন্ন স্থানে।

সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবের কাছের সড়কে অবরোধ করার একই সময় মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও রাস্তায় নেমে আসেন বলে জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খন্দকার নাজমুল হাসান। তিনি বলেন, রাজধানীর সড়কগুলো হলো নার্ভের মতো। একটির সঙ্গে আরেকটির যোগসূত্র আছে। কোথাও বন্ধ হয়ে গেলে পুরো নগরে এর প্রভাব পড়ে। আজও তা–ই হয়েছে।