অনলাইন ডেস্ক :
ফারিন খানের ক্যারিয়ার দীর্ঘ নয়। তবে অনেকদিনই হলো চলচ্চিত্রে এসেছেন। জাজ মাল্টিমিডিয়ার ‘ধ্যাততেরিকি’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এই ছবিতে ফারিনের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক রোশান। গত বছর শোনা যায়, নতুন তিন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। তবে সে সব ছবির বিস্তারিত এখনো জানা যায়নি। মাঝখানে মিডিয়া থেকে দূরে ছিলেন ব্যক্তিগত কাজে। ব্যক্তিগত খবরও রয়েছে এরমধ্যে- তবে সেসব খবর আলোচনা করা যাবে পরে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কথা উঠেছে যুবকটি কে? মানে ফারিনের সঙ্গে গায়ক সাদীর একটি ছবি নিয়ে শোরগোল ওঠে, অনেকেই জানতে চান ফারিনের প্রেমিক নাকি? এ প্রসঙ্গে ফারিন বলেন, ‘মানুষ অনর্থক যদি কোনোকিছু ভেবে বসে তাহলে কী বলার থাকে? বিষয়টি নিয়ে যেন কোনো অস্পষ্টতা না তৈরি হয় এজন্য আমি পোস্ট দিয়ে বলে দিয়েছি।’ বিষয়টি নিয়ে ফারিন ফেসবুকে লিখেছেন, ‘যারা জানতে চাচ্ছেন বিএফ কী না,তাদের জন্য বলছি আমরা অনেক ভালো ফ্রেন্ড।’ অনেক ভালো ফ্রেন্ড হতেই পারেন তবে নেটিজেনরা সন্দেহ যে কারণে তার ভিত্তিও নেই বলতেই পারেন ফারিন। তবে ছবিতে তাদের যে অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে তাতে প্রেমিক-প্রেমিকা এমন প্রশ্ন উঠতেই পারে। অবশ্য এসব নিয়ে একদম দুশ্চিন্তা করেন না ফারিন। বললেন, ‘আমার ফোকাস এখন ক্যারিয়ারের দিকে। দুটো সিনেমার কাজ শেষ করলাম। একটি ছবির নাম ফেসবুক, আরেকটির নাম প্ল্যানার। ছবিগুলোর নাম ইউনিক। এজন্যই এ ছবি দুটি নিয়ে প্রত্যাশা দেখছি।’ চলচ্চিত্র ছাড়াও ফারিন টেলিভিশন কমার্শিয়ালও করছেন। বললেন, ‘ভালো টিভিসি হলে অবশ্যই করবো। এয়ারটেলের পরে, প্যারাসুটের বিজ্ঞাপনের শেষ করলাম। এটি অমিতাভ রেজা চৌধুরী স্যারের কাজ। বেশ ভালো একটি কাজ হয়েছে। এমন কাজ হলে অবশ্যই করবো।’ শামীম আহমেদ রনি পরিচালিত ‘ধ্যাততেরিকি সিনেমার মুক্তির পরই নতুন মুখ হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দু চলে আসেন এই নায়িকা। তারপর পড়াশোনা আর পারিবারিক ব্যস্ততার কারণে মাঝের তিন বছর চলচ্চিত্র থেকে দূরে ছিলেন তিনি।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত