January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 29th, 2023, 12:17 pm

সাবেক সংসদ সদস্য নূরে আলম সিদ্দিকী আর নেই

স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি (১৯৭০-১৯৭২) নূরে আলম সিদ্দিকী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

প্রাক্তন এই সাংসদ বুধবার ভোর ৪টা ৩৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে তার প্রেস সচিব অনিকেত রাজেশ নিশ্চিত করেছেন।

সিদ্দিকী মুজিব বাহিনীর অন্যতম নেতা ছিলেন।

নূরে আলম সিদ্দিকী ছয় দফা আন্দোলন ও ভাষা আন্দোলনে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে যশোর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি ১৯৯৬ ও ২০০১ সালের সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

—-ইউএনবি