বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশে আঘাত হানার পর সারাদেশে প্রায় ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এর মধ্যে প্রায় ৬০ লাখ গ্রাহক বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) অধীনে এবং বাকি গ্রাহকরা নেসকো ও ডব্লিউজেডপিডিসিওর মতো অন্যান্য সংস্থার।’
মঙ্গলবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিহমন্ত্রী।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যার মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকার ৭০ শতাংশে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে এবং বাকি ৩০ শতাংশ এলাকায় বুধবার বিকালের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, বর্তমানে সারাদেশে মোট বিদ্যুৎ গ্রাহক ৪ কোটি ৮০ লাখ।
নসরুল হামিদ বলেন, মূলত সঞ্চালন ও বিতরণ লাইনে গাছ পড়ে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।
তিনি বলেন, ঘূর্ণিঝড়ের কারণে অনেক বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে। যার ফলে অনেক এলাকায় অন্ধকার সৃষ্টি করেছে।
প্রতিমন্ত্রী বলেন, মোট ক্ষয়ক্ষতির হিসাব এখনো জানা যায়নি।
ক্ষয়ক্ষতির সম্পূর্ণ হিসাব করতে আরও কিছু সময় লাগবে বলেও জানান তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন