January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 16th, 2022, 3:16 pm

সালিশে নারীকে মারধর করে ভিডিও ফেসবুকে মেম্বার কারাগারে

জেলা প্রতিনিধি, কুমিল্লা (মুরাদনগর) :

কুমিল্লার মুরাদনগরে সালিশে এক নারীকে মারধরের ভিডিও চিত্র ফেসবুকে ছাড়ার ঘটনায় ইউপি মেম্বার দেলোয়ার হোসেনকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। গতকাল বুধবার দুপুরে কুমিল্লার ৮নং আমলি আদালতের বিচারক মো. ওমর ফারুক ওই আদেশ দেন। এডভোকেট এ.এইচ.এম আবাদ বিষয়টি নিশ্চিত করেন।
দেলোয়ার হোসেন উপজেলার ১৫নং নবীপুর পশ্চিম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার ও ত্রিশ গ্রামের মৃত. শাহ আলম মেম্বারের ছেলে।
এডভোকেট এ.এইচ.এম আবাদ বলেন, সালিশে এক ভুক্তভোগী নারীকে মারধর করে ভিডিও চিত্র ফেসবুকে ছাড়ার ঘটনায় আদালতে মামলা হয়। এই ঘটনার পুলিশ রির্পোট আসা পর্যন্ত মেম্বার দেলোয়ার হোসেন জামিনে ছিলেন। পুলিশ রির্পোটে ঘটনার সত্যতা পাওয়ায়, আদালত জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠিয়েছেন।
উল্লেখ্য. গত প্রহেলা জুলাই শুক্রবার উত্তর ত্রিশ গ্রামের মোঃ শরিফুল ইসলামের স্ত্রী মরিয়ম বেগম (৩৭) কে জমি সংক্রান্ত ঘটনায় সালিশে মারধর করে ভিডিও ধারণ করেন মেম্বার দেলোয়ার হোসেন। পরে ধারণ করা ভিডিও ফেসবুকে ছেড়ে দেয় মেম্বারের লোকজন। এই ঘটনায় মেম্বার দেলোয়ার ও তার ভাই সুমনকেসহ পাঁচ থেকে ছয় জনের বিরুদ্ধে মামলা করেন, ভুক্তভোগী ওই নারী।