খুলনা মহানগরীর দৌলতপুরে শাহারবানু সমাজ কল্যাণ সংস্থা নামে একটি সমবায় প্রতিষ্ঠান খুলে গ্রাহকের তিন কোটি ৯ লাখ ৩৯ হাজার ১৫০ টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার এক দম্পতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার বিকালে মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুল হায়দার আসামিদের আদালতে হাজির করলে বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার আহমেদ এই আদেশ দেন।
আসামি এস এম শরিফুল ইসলাম বনি (৫৪) দৌলতপুর দেয়ানা উত্তরপাড়ার মৃত এস এম ইউসুফ আলীর ছেলে ও তার স্ত্রী সালমা আক্তার (৪৯) আজাহার উদ্দিন আহমেদের মেয়ে।
মামলার বিবরণে জানা গেছে, নগরীর দৌলতপুর মহসিনে এলাকায় শাহারবানু সমাজ কল্যান সংস্থা নামের একটি সমবায় প্রতিষ্ঠানের এস এম শরিফুল ইসলাম বনির কাছে ২০১৯ সালের মার্চ থেকে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত এক কোটি ১৪ লাখ ৮৩ হাজার টাকা জমা করেন দৌলতপুর দেয়ানা দক্ষিণ পাড়ার আবু বকর শেখের ছেলে এস এম আজাহারুল ইসলাম। এছাড়া টুটুল বন্দের কাছ থেকে ৩০ লাখ, মেহেরুন নেছার কাছ থেকে ৭০ লাখ ৭৫ হাজার টাকাসহ বেশ কয়েক জনের কাছে থেকে মোট তিন কোটি ৯ লাখ ৩৯ হাজার ১৫০ টাকা জমির প্লট ও সমিতির লভ্যাংশ দেয়ার কথা বলে আত্মসাৎ করেন বনি। এ সময় আসামিরা বসত বাড়ি বিক্রি করে অন্যের টাকা আত্মসাৎ করে বিদেশ পালিয়ে যাওয়ার জন্য পাসপোর্টও বানিয়েছেন। এ ঘটনায় আজাহারুল ইসলাম বাদী হয়ে এস এম শরিফুল ইসলাম বনি ও তার স্ত্রী সালমা আক্তারকে আসামি করে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, আসামিরা একটি নামধারী প্রতিষ্ঠান খুলে বিভিন্ন জনকে প্রলোভন দেখিয়ে ২০১৯ সাল থেকে ২০২২ পর্যন্ত কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। ভুক্তভোগী ১০ জনের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন