January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 1st, 2021, 7:51 pm

সিএনএন থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার ক্রিস কুমো

অনলাইন ডেস্ক :

নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যানড্রু কুমোর বিরুদ্ধে যখন যৌন হয়রানির অভিযোগ আনা হয়, তখন তাকে সাহায্য করছিলেন তার ভাই ও সিএনএনের সুপরিচিত উপস্থাপক ক্রিস কুমো। এ অভিযোগে তাকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করেছে সিএনএন কর্তৃপক্ষ। অ্যানড্রু কুমোকে তিনি কিভাবে সাহায্য করেছিলেন, তা প্রকাশ্যে এনেছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল। সিএনএন বলেছে, আমরা আগে জানতাম না। এত বেশি তিনি তার ভাইকে সহায়তায় যুক্ত ছিলেন বলে ওই ডকুমেন্টে দেখা গেছে। অ্যানড্রু কুমো তার স্টাফকে যৌন হয়রান করেছেন প্রসিকিউটররা এমন অভিযোগ আনার পর আগস্টে পদত্যাগ করেন অ্যানড্রু কুমো। ওই সময়ে মিডিয়া জগতে সাংবাদিকতার নীতি ভঙ্গ করে অ্যানড্রুকে সহায়তা করেছিলেন ক্রিস কুমো। অ্যাটর্নি জেনারেল লেতিতিয়া জেমস গত সোমবার কয়েক হাজার পৃষ্ঠার ডকুমেন্ট প্রকাশ করেছেন। তাতে দেখা যায়, ক্রিস কুমো গভর্নর স্টাফকে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছিলেন, যাতে তার ভাইয়ের পক্ষ নেন তিনি। মার্চে গভর্নরের সেক্রেটারি মেলিসা ডিরোজা’কে টেক্সট ম্যাসেজ করেন ক্রিস কুমো। তাতে তিনি লিখেছেন, আমার ওপর আপনার আস্থা থাকা উচিত। আমরা এমন কিছু ভুল করছি, যা আমরা করতে পারি না। গত বছর করোনা ভাইরাস মহামারি যখন ভয়াবহ আকার ধারণ করে এবং নিউ ইয়র্ক এপিসেন্টার হয়ে ওঠে, তখন অ্যানড্রু কুমোর রিপোর্ট কভার করা থেকে ক্রিস কুমোকে সাময়িক সময়ের জন্য সরিয়ে দেয় সিএনএন। কারণ, ক্রিস কুমো তার ভাই অ্যানড্রু কুমোর সাক্ষাৎকার নিতে থাকেন সরাসরি এবং একজন গভর্নর হিসেবে তার নেতৃত্বের প্রশংসা করেন। ক্রিস কুমো সিএনএনে যোগ দেন ২০১৩ সালে। তাকে অনেক সময় সমর্থন করেছিল সিএনএন, তার শক্তিধর ভাইকে ঘিরে তীব্র বিতর্কের সময়ও এমন হয়। গত মঙ্গলবার সিএনএন একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, যে ডকুমেন্ট আমাদের হাতে এসেছে এবং তা প্রকাশ হওয়ার আগে আমরা বুঝতেই পারিনি। এসব দেখে মারাত্মক প্রশ্নের সৃষ্টি হয়েছে। আমাদের কাছে ক্রিস কুমো স্বীকার করেছেন যে, তার ভাইয়ের অফিসের স্টাফকে তিনি উপদেশ দিয়েছিলেন, আইন ভঙ্গ করেছেন। আমরা সে বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেছি।