সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় গোলচত্বর এলাকায় পিকআপভ্যান উল্টে রেহানা খাতুন নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতের দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। তাদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
রেহানা লালমনিরহাট জেলা সদরের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় গোলচত্বর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যান উল্টে রেহানা খাতুনের মৃত্যু হয়। এ সময় আরও অন্তত ১৫ জন আহত হন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠান। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
—–ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন