January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 13th, 2022, 12:19 pm

সিলেট ওসমানী হাসপাতাল থেকে ৫ নারী আটক

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে নারী চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকালে হাসপাতালের বহির্বিভাগ থেকে তাদের আটক করা হয়।

এই সময় তাদের কাছ থেকে তারা মার্কা লকেটযুক্ত স্বর্ণের চেইন উদ্ধারের দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। যার ওজন ১৪ আনা চার রতি যার মূল্য প্রায় ৬৮ হাজার ৭৫০ টাকা।

আটকরা হলেন, লুৎফা বেগম রুবি (২৪), রুবিনা (২৪), মিলন বেগম (৩০), সালমা (৩৫), হালিমা (৩০)। তাদের সবার বাড়ি সিলেটের হবিগঞ্জ উপজেলায়।

মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বিএম আশরাফুল্লাহ তাহের জানান, মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলামের নেতৃত্বে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তারা অসহায় মানুষের কাছ থেকে স্বর্ণের চেইন ও টাকা পয়সা কৌশলে চুরি করতো। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

—ইউএনবি