জেলা প্রতিনিধি:
সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএম কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে ২৪ আগস্ট বুধবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হয়।
সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার সাদিয়া বিনতে সোলায়মান এর উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার সিলেট (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সহ অন্যান্য কর্মকর্তারা তার সিলেট জেলায় কর্মকালীন স্মৃতিচারণ করেন।
এছাড়া জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এবং সদ্য বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন সরকারের নীতি বাস্তবায়নে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সৌহার্দপূর্ণ সম্পর্কের বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে স্হানীয় সরকার সিলেট এর উপ পরিচালক মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ইয়াসমিন রুমা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোবারক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্টানে বিদায়ী পুলিশ সুপারকে ফুলের তোড়াসহ উপহার সামগ্রী প্রদান করা হয়।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২