জেলা প্রতিনিধি:
স্বাধীনতার স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট মেরিন একাডেমিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
১৫ আগষ্ট সোমবার সকালে সিলেট সদর উপজেলাধীন বাদাঘাটস্হ মেরিন একাডেমি প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।
দুপুরে একাডেমি হলরুমে আলোচনা সভা, দোয়া মাহফিল,দুস্হদের মধ্যে খাবার বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।
সিলেট মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন আই কে তৈমুর এর সভাপতিত্বে আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন নিয়ে বিশদ আলোচনা করা হয়। আলোচনা শেষে আয়োজিত দোয়া মাহফিলে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকলের রুহের মাগফেরাত কামনা করা হয়।
পরে একাডেমি প্রাঙ্গণে বৃক্ষের চারা রোপন করেন মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন আই কে তৈমুর।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২