January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 13th, 2022, 8:30 pm

সিলেটে কৃষি অফিসারদের সফটওয়্যারে ডাটা এন্ট্রি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

জেলা প্রতিনিধি, সিলেট :
মৃত্তিকা সম্পদ গবেষণা উন্নয়ন ইনস্টিটিউট সিলেট বিভাগীয় কার্যালয়ে এসিএলডিসি ইউজিং আরএস এন্ড ইউএন কর্মসূচির আওতায় উপসহকারী কৃষি অফিসারদের সফটওয়্যারে ডাটা এন্ট্রি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ১৩ জুন সোমবার নগরীর চন্ডিপুলস্থ মৃত্তিকা গবেষণা উন্নয়ন ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মৃত্তিকা গবেষণা উন্নয়ন ইনস্টিটিউট সিলেট বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মুনফিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোশাররফ হোসেন খান।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে মৃত্তিকা সম্পদ গবেষণা ইনস্টিটিউট মৌলভীবাজারের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট জেলার উপপরিচালক কৃষিবিদ ড. কাজী মজিবুর রহমান, মৃত্তিকা গবেষণা উন্নয়ন ইনস্টিটিউট সিলেট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. আফসার আলী, বিভাগীয় গবেষণার এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. তপন কুমার সাহা প্রমূখ।
প্রশিক্ষণে সিলেট জেলার বিভিন্ন উপজেলার ৩০জন উপসহকারী কৃষি অফিসার প্রশিক্ষাণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।