January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 26th, 2022, 12:28 pm

সিলেটে ছাদ থেকে পড়ে ব্যক্তির মৃত্যু

রবিবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার গালিমপুর গ্রামে একটি ভবনের ছাদ থেকে পড়ে ৪২ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত আনোয়ারুল হক আলম একই গ্রামের আসকান্দার আলীর ছেলে।

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, সন্ধ্যা ৭টার দিকে আনোয়ারুল দোতলা ভবনের ছাদে পাইপ ঠিক করতে যান। হঠাৎ তিনি পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।

—ইউএনবি