January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 25th, 2023, 3:51 pm

সিলেটে দুই হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেট নগরীর উপশহর এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ।

সোমবার (২৪ এপ্রিল) রাত ১০টার দিকে উপশহরের জি ব্লক থেকে ২ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই যুবককে আটক করা হয়।

আটক যুবকের নাম দুলাল মিয়া ওরফে দুলাল আহমদ (৩১)। তিনি সিলেটের জালালাবাদ থানার টুকেরবাজারের পূর্বদশা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, সোমবার (২৪ এপ্রিল) রাত ১০টার দিকে শাহজালাল উপশহরের জি ব্লকে প্রকাশ্যে ইয়াবা ট্যাবলেট বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত উপ-কমিশনার শাহরিয়ার আল মামুনের নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। সেখানে গিয়ে ইয়াবা বিক্রিকালে দুলাল মিয়াকে আটক করা হয়। এসময় দুলালের কাছ থেকে ২ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুলাল জানান, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো তিনি জকিগঞ্জ সীমান্ত এলাকা থেকে পাইকারি দরে ক্রয় করে সিলেটের বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন।

দুলালের বিরুদ্ধে এসএমপি’র শাহপরান (রহঃ) থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।