January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 23rd, 2021, 8:38 pm

সিলেটে ফের হিজড়াদের উপদ্রব

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট নগরীসহ জেলার অনেক জায়গায় ইদানিং কালে হিজড়াদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। কিছু দিন আগে প্রশাসনের তৎপরতায় হিজড়ারা কিছুটা নমনীয় থাকলেও বর্তমানে তারা পূর্বের রূপে ফিরে এসেছে। জেলার বিভিন্ন পয়েন্টে সংঘবদ্ধ ভাবে দাঁড়িয়ে বিয়ের গাড়ী আটকানো যেন তাদের রুটিনে পরিণত হয়েছে। শুধু টাকা দিলেই বিদায় হয় না বরং বরযাত্রীদের অনেকেই হিজড়াদের কাছে নাজেহাল হতে হয়। আবার অনেক জায়গায় ‘নকল’ হিজড়া আছে, যাদের মূল উদ্দেশ্য মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিনা পরিশ্রমে অর্থ উপার্জন করা।
ট্রাফিক সংকেতে যানবাহন থামার পর হিজড়ারা সামনে এসে দাঁড়ালে যাত্রীদের কিছু করার থাকে না। তাদের সঙ্গে তর্ক করলে যাত্রীদের আরও বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়।হিজড়াদের টাকা তোলা নতুন কিছু নয়। আগে মানুষ যা দিতো, তা নিয়েই খুশি থাকতো হিজড়ারা। কিন্তু ইদানীং তাদের আচরণ বদলে গেছে। রাস্তাঘাট, বাসাবাড়ি, দোকানপাট যেখানে-সেখানে টাকার জন্য মানুষকে নাজেহাল করছে তারা। হিজড়াদের কেউ কেউ অভিযোগ করছে,
বুধবার দেখা যায়, হিজড়াদের একটি দল সিলেট নগরীর মেন্দিবাগ ও নাইওরপুল মোড়ের চতুর্দিকে সিগন্যাল পড়লেই দৌড়ে এসে যানবাহনে থাকা যাত্রীদের কাছে টাকা দাবি করছে, না দিলে যাত্রীদের অশ্লীল ভাষায় গালাগাল দিচ্ছে।
হিজড়ারা বলে, গ্রামাঞ্চলে কিংবা জেলা শহরগুলোয় হিজড়াদের একঘরে হয়ে থাকতে হয়। সে কারণে তারা মহানগরগুলোয় চলে আসে। এদিক থেকে ঢাকা তাদের সবচেয়ে পছন্দ। সদ্য জন্ম নেওয়া কোনো শিশুর খবর পেলেই বাসা-বাড়িতে চলে আসছে হিজড়ারা। তাদের দাবির পরিমাণ অর্থ না দিলে বিশৃঙ্খলা শুরু করে। হুমায়ুন রশিদ চত্বর, মেন্দিবাগ পয়েন্ট, নাইওরপুল পয়েন্ট, দক্ষিণ সুরমার তেতলি এলাকার সুনামগঞ্জমুখি বাইপাস, তেলিবাজার, সিলেট-বিয়ানীবাজার সড়কের পারাইরচক বাইপাসসহ প্রায় সকল গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে এমন ঘটনার খবর জানা যায়।
সিলেটজুড়ে তৃতীয় লিঙ্গের মানুষ বা হিজড়াদের উৎপাতচাঁদাবাজি চরম আকার ধারণ করেছে। তাদের অশ্লীল আচরণ ও প্রকাশ্যে চাঁদাবাজিতে বেজায় অতিষ্ঠ সিলেটবাসী। নগরীসহ শহরতলির বিভিন্ন রাস্তা ও মোড়ে পুলিশের সামনে তারা বিয়ের গাড়িবহর আটকে এমন দৌরাত্ম্য চালালেও কোনো ভূমিকা নিচ্ছে না পুলিশ। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে হিজড়ারা ৪-৫ জন করে দাঁড়িয়ে থাকে। কোনো বিয়ের গাড়িবহর আসলেই সামনে দাঁড়িয়ে যায় তারা। হাজার-পাঁচ শ’ নয়, ৪-৫ হাজার টাকার কম তারা রাস্তা ছাড়ে না গাড়িবহরের।
এভাবেই গত কয়েকদিন আগে নগরীর উপশহর পয়েন্টে একটি বিয়ের গাড়িবহর আটকায় ৭-৮ জন হিজড়া। এ সময় তারা বরের গাড়ির সামনে দাঁড়িয়ে হাত তালি দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে ১০ হাজার টাকা দাবি করে। তখন বরযাত্রীদের মধ্য থেকে এক যুবক তাদের টাকা দিতে অসম্মতি জানালে সেই যুবকের উপর চড়াও হয় হিজড়ারা। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে তারা। পরে বরপক্ষের এক মুরুব্বি হিজড়াদের ২ হাজার টাকা দিয়ে এ যাত্রা রেহাই পান।
এমনই একজন ভুক্তভোগী কয়েক দিন আগে হিজড়াদের জন্য বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত একজন। নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যক্তি বলেন, অফিসের নারী সহকর্মীর সঙ্গে কাজে যাচ্ছিলাম। চৌহাট্টা পুলিশ বক্স মোড়ে রিকশার জট লাগতেই দুই হিজড়া দু’পাশে এসে দাঁড়িয়ে টাকা চাইল। নারী সহকর্মীর শরীরে হাত দিতে শুরু করলে ২০ টাকা দেই। কিন্তু তারা আজেবাজে কথা বলতে শুরু করে।
এভাবে বিভিন্ন রাস্তা এবং মোড় ছাড়াও সিলেটের বিভিন্ন স্থানে দোকানে দোকানে চাঁদাবাজি করে বেড়ায় হিজড়ার দল। তাদের চাহিদা অনুযায়ী টাকা না দিলে চড়াও হয় ব্যবসায়ীদের উপর। এতে চক্ষুলজ্জার কারণে সাধ্যের বাইরে হলেও হিজড়াদের চাহিদামতো চাঁদা দিয়ে বিদায় করেন ব্যবসায়ীরা। অনেক সময় হিজড়াদের হাতে অনেকেরই লাঞ্ছিত হওয়ার খবর পাওয়া যায়।
এ ব্যাপারে হিজরা কল্যাণ সংস্থার সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হিজরা সুন্দরী জানান, টাকা না তুলে তারা নিরুপায়। তাদের আয়-রোজগারের কোনো সুযোগ নেই। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছে। ইদানীং কিছু নকল হিজড়ার কথাও বলছে অনেকে, যারা মূলত পুরুষ কিন্তু হিজড়া সেজে টাকা আদায় করছে।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, পুলিশের সামনের তাদের উৎপাতের বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো। হিজরাদের উৎপাত যদি এখন বেড়ে যায় তবে তাদের নিয়ে বৈঠকের ব্যবস্থা করা হবে বলে পুলিশের ওই কর্মকর্তা জানান।