January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, May 18th, 2022, 9:05 pm

সিলেটে বন্যার্তদের পাশে দুই মন্ত্রী

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেটে অকাল বন্যায় দুর্ভোগে পড়া মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন। বন্যা দুর্গত এলাকাগুলো পরিদর্শনে ১৮ মে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বিমানের একটি ফ্লাইটে সিলেট এসে পৌঁছেন।
তাঁর সঙ্গে আছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি।
এসময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান, সিলেট মহানগর পুলিশের পুলিশ কমিশনার নিশারুল আরিফ, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের ভরপ্রাপ্ত মেয়র তৌফিক বক্স লিপন, সিলেট মহানগর পুলিশের উত্তর ডিসি আজবার আলী শেখ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমূখ।
প্রসঙ্গত- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পররাষ্ট্রমন্ত্রী সরাসরি ছুটে যান বন্যা কবলিত সিলেট নগরীর চালিবন্দর এলাকায়। সেখানের আশ্রয়কেন্দ্রে তিনি বন্যার্তদের মাঝে শুকনো ও বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন। পরে মন্ত্রী মিরাবাজার কিশোরী মোহন বালক উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী বন্যার পানিতে প্লাবিত সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত হবার কথা রয়েছে।
এছাড়াও সদর উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন এবং ত্রাণসামগ্রী বিতরণ করবেন।