জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট নগরীর বাগবাড়িতে দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বাগবাড়ি এলাকার নবাব রোডে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত যুবকের নাম হৃদয় (২৫)। তিনি বাগবাড়ির শহিদ মিয়ার ছেলে। তাদের পরিবার বাগবাড়ি নরসিংটিলায় শিশু মিয়ার বাসায় ভাড়া থাকে।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আবুল খায়ের জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও মোটরসাইকেল দুটিকে জব্দ করা হয়েছে এবং নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, নিহত যুবকের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মাইক্রোবাসের চালককে আটকের জন্য অভিযান চলছে।
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী