January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 2nd, 2023, 3:39 pm

সিলেটে শান্তিপূর্ণ অবরোধ পালন

জেলা প্রতিনিধি, সিলেট :

বিএনপির ডাকা দেশব্যাপি অবরোধের তৃতীয় দিন সিলেটে শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে। কোথাও বড়ধরণের অঘটনের খবর পাওয়া যায়নি। সিলেট নগরের দোকানপাট ও বিপনী বিতানগুলো খোলা থাকলেও ক্রেতাশূন্য দেখা গেছে। দুরপাপল্লার যাত্রীবাহী কোনো বাস সিলেট ছেড়ে যায়নি এবং এসেও পৌছায়নি। অফিস আদালত ছিল গত দুদিনের মত ফাকা। স্কুল কলেজ মাদ্রাসা খোলা থাকলেও ক্লাস ও পরীক্ষা হয়নি।

নগরীতে হালকা যান রিক্শা অটোরিক্শা চলাচল করে। নগরের প্রাণকেন্দ্রে বুধবারের মত মিছিল পাল্টা মিছিল না হলেও নগরের বাইরে বিভিন্ন স্থানে বিএনপি পিকেটিং করে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার পীরবাড়ির রাস্তার মুখে সিলেট-ঢাকা মহাসড়কে ১৫-২০ জন ছাত্রদল-যুবদল নেতাকর্মী টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করে। এসময় পুলিশ খবর পেয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে একজনকে আটক করে।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা পিপিএম আটকের বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার বাইপাসে রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে পিকেটিং করার চেষ্টা করে ছাত্রদল ও যুবদল। তবে পুলিশ দেখামাত্র তারা সটকে পড়ে।