জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেটে সরকারি ভাতা ও রেশন কার্ডে সুযোগ সুবিধা করে দেওয়া প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাত ও প্রতারণার অভিযোগে ২ নারীসহ প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাত ৮টার দিকে নগরীর দরগা গেইট এলাকার হোটেল রাজরানী থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- জাহাঙ্গীর আলম (৪০), জাহানারা বেগম ইকরা (৩৫) ও মুন্নী আক্তার (১৮)। এসময় তাদের কাছ থেকে নগদ ১২হাজার ২৪০ টাকা, মোবাইলফোন, আইডি কার্ডের কপি জব্দ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা বিষয়টি নিশ্চিত করে জানায়- প্রতারক চক্র দীর্ঘদিন যাবত সিলেট নগরীর বিভিন্ন হোটেলে অবস্থান করে বিভিন্ন পেশাজীবী সাধারণ নিরীহ মানুষকে সরকারি ভাতা ও রেশন কার্ডে সুযোগ সুবিধা করে দেওয়া প্রলোভন দেখিয়ে প্রতারণা করে টাকা পয়সা হাতিয়ে নেয়।
তাদের প্রতারণার শিকার একজন অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে ওই হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযোগকারীসহ ৩৫৪ জনের কাছ থেকে দুইলক্ষ বিশ হাজার দুইশত টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে এসএমপি কোতয়ালী মডেল থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ
অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫