সিলেটের জৈন্তাপুরে ৫৫ বস্তা ভারতীয় চিনি এবং ১০ বস্তা পেঁয়াজ সহ একটি ডিআই ট্রাক ও একটি এইচ পিকআপ গাড়ি আটক করা হয়েছে।
মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় সিলেট-তামাবিল মহাসড়কের ফেরীঘাট এলাকা ও চাঙ্গীল এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করে জৈন্তাপুর থানা পুলিশ।
তবে গাড়িচালক ও চোরাকারবারিদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের প্রেক্ষিতে আমি পৃথক অভিযান পরিচালনা করি ৷ অভিযানে ২টি গাড়িসহ ৫৫ বস্তা ভারতীয় চিনি এবং ১০ বস্তা পেঁয়াজ আটক করেছি ৷ এবিষয়ে দু’টি পৃথক মামলা করা হবে ৷ আমাদের অভিযান অব্যাহত থাকবে।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি