জেলা প্রতিনিধি, সিলেট:
সিলেটে ফিলিং ষ্টেশনের লোড বাড়ানোর দাবী দিন দিন জোরালো হচ্ছে। জেলার সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার এসোসিয়েশন এবং সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এ ব্যাপারে একমত হয়ে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করেছেন।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এসব পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার এসোসিয়েশন সিলেট কতৃক স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার এসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী, সহ-সভাপতি কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজুওয়ান আহমদ, অর্থ সম্পাদক ফয়েজ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক আলী আফছার মোঃ ফাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত ধর বাপ্পি, সদস্য হুরায়রা ইফতার হোসেন, এলপিজি এসোসিয়েশন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক এডভোকেট নাদিম রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-আব্দুস সামাদ, আনহার উদ্দিন, স্যার জন রাসু, সাইমুম আলম সেতু প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সিলেট বিভাগের তীব্র জ¦ালানী (সিএনজি) সংকট নিয়ে চলমান অচলাবস্থার পরিপ্রেক্ষিতে বিভাগের জ¦ালানী সরবরাহকারী প্রতিষ্ঠান সমূহের সংগঠন হিসেবে বিদ্যমান অচলাবস্থা নিরূপণের নিমিত্তে সময়োপযোগী, জনবান্ধব ও কাঙ্কিত পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবী জানান। অন্যান্য গ্যাস বিপনন প্রতিষ্ঠানের ন্যায় জালালাবাদ গ্যাসের আওতাধীন সিএনজি ষ্টেশন সমূহের লোড দৈনিক ১২ ঘন্টার পরিবর্তে ২০ ঘন্টা এবং মাসিক ২৬ দিনের পরিবর্তে ৩০ দিন বিবেচনা করে বর্তমান অনুমোদিত লোড বৃদ্ধিও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
সিলেট জেলা বাস, মিনি বাস, কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং বি-১৪১৮, সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান, শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- ২১৫৯, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-৭০৭, সিলেট জেলা অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক জোট- ২০৯৭, সিলেট জেলা ইমা, লেগুনা হিউম্যান হুলার শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১৩২৬ এবং সিলেট বিভাগ ট্র্যাংক লরি শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-২১৭৪ এর সমন্বয়ে গঠিত সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদ এর পক্ষ থেকে সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বরাবরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন এর হাতে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাজী ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, সহ যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সহ সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু, কোষাধ্যক্ষ আব্দুস শহীদ, কার্যকরী সভাপতি রুনু মিয়া, ট্রাক শ্রমিক সমিতির সভাপতি দিলু মিয়া, ইমা-লেগুনার সভাপতি মঈন মিয়া প্রমুখ।
এছাড়াও স্মরকলিপি প্রদানকালে সিলেট জেলা বাস, মিনি বাস, কোচ মাইক্রোবাস, ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান, সিএনজি চালিত অটোরিক্সা, অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক জোট, ইমা, লেগুনা হিউম্যান হুলার, ট্র্যাংক লরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মরকলিপিতে উল্লেখ করা হয়- প্রায় ৩০-৪০ হাজার মিনিবাস, পিকআপ, নোহা, কার, হাইয়েছ, সিএনজি, লেগুনা শ্রমিকদের গ্যাস সংকটের কারণে ঘন্টার পর ঘন্টা পাম্পে দাঁড়িয়ে থাকা, দীর্ঘ লাইন অতিক্রম করে গ্যাস নিতে না পারা, গ্যাস নিতে অনিদ্রায় থাকার কারণে পরদিন গাড়ী চালাতে অসুবিধা হওয়া, দৈনন্দিন খরছ বহনে হিমসিম খাওয়া সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।
সিলেটে সিএনজি ফিলিং ষ্টেশনে লোড বাড়ানো না হলে আগামী (২৭ ফেব্রুয়ারির) মধ্যে সমাধানের জোর দাবি জানান। অন্যতায় ২৮ ফেব্রুয়ারী (বুধবার) সকাল থেকে সিলেট জেলার সকল সিএনজি পাম্পে অনির্দিষ্টকালের জন্য গ্যাস, তেল নেওয়া বন্ধ সহ সর্বস্থরের সড়ক পরিবহণ শ্রমিকদের কর্মবিরতি পালন করার আহবান জনানো হয়।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২