January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 3rd, 2021, 12:30 pm

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের কুমিরায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ যাত্রী। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার সুলতানা মন্দির এলাকার ইলিয়াস পেট্রোল পাম্প এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক মো. জুয়েল (২৮) উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন, মানিক (২৬),কাজী মইনুল ইসলাম (২৫), নুরুল ইসলাম (২৪) সাগর (২৫)। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুলতানা মন্দির এলাকায় বেপরোয়া গতিতে আসা একটি দ্রুতগামী ট্রাক সিএনজি চালিত অটোরিক্সাকে ধাক্কা দেয়। এসময় সিএনজি অটোরিক্সাটি সড়ক থেকে ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক জুয়েলের মৃত্যু ঘটে এবং গুরুতর আহত হয় আরও ৪ যাত্রী। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশনের সেকেন্ড অফিসার মো. ফিরোজ মিয়া বলেন, এ ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন এবং গুরুতর আহত অবস্থায় চার জনকে আমরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি।

—ইউএনবি