January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 9th, 2022, 7:15 pm

সুখবর দিলেন কচি খন্দকার

অনলাইন ডেস্ক :

ছোট পর্দার জনপ্রিয় নাট্যকার, নির্মাতা ও অভিনেতা কচি খন্দকার। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। অসুস্থ থাকাকালীন সহকর্মীরা খোঁজ খবর না রাখার অভিমানে সব রকম সংগঠন থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি। সুখবর হলো, সুস্থ হয়ে উঠেছেন এই অভিনেতা-নির্মাতা। কাজেও ফিরেছেন তিনি। বিষয়টি বুধবার সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন কচি খন্দকার নিজেই। তিনি বলেন, ‘আমি সুস্থ হয়ে গিয়েছি। কোনো সমস্যা নাই। কাল বৃহস্পতিবার থেকে একটা ধারাবাহিক নাটক শুটিং শুরু করবো উত্তরার বিভিন্ন লোকেশনে। তাছাড়াও নতুন কয়েকটা একক নাটকে কাজ শুরু করবো।’ কচি খন্দকার আরও বলেন, ‘আমি ভুলে যেতে চাই যে আমি কয়েক মাস অসুস্থ ছিলাম। এখন ভালো আছি, কাজ করে যেতে চাই। যতদিন সুস্থ থাকবো কাজে থাকবো।’ প্রসঙ্গত, গত বছর ১২ ডিসেম্বর জানা যায় কচি খন্দকার অসুস্থ হয়ে পড়েন। তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে। দ্রুততম সময়ে ব্লক অপসারণে অপারেশনও করতে হয় তার।