সুনামগঞ্জ শহরের উপকণ্ঠে ইব্রাহিমপুরের একটি কবরস্থান থেকে একটি নবজাতক শিশু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়।
জানা যায়, নবজাতকের চিৎকার শুনে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।
ওই এলাকার বাসিন্দা তাসলিমা আক্তার বলেন, ‘আমরা কান্নার শব্দ শুনে কবরস্থানে নবজাতককে দেখতে পাই। পরে পুলিশকে খবর দিয়ে তাকে উদ্ধার করি।’
স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন জানান, শিশুটিকে বড় করতে পারলে তিনি বেশি খুশি হবেন।
তিনি বলেন, ‘হাসপাতালে শিশুটির চিকিৎসা করা হচ্ছে।’
সুনামগঞ্জ সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল আহম্মদ জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী