নিজস্ব প্রতিবেদক:
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সেশনের নির্বাচনে ৮ হাজার ৬২৩ জন ভোটারের মধ্যে প্রথম দিন ভোট দিয়েছেন ২ হাজার ৮২৬ জন। তবে ২ হাজার ৮২৬ জনের মধ্যে ব্যালট বাতিল হয়েছে ৯ জনের। মঙ্গলবার (১৫ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত এ তথ্য জানিয়েছেন। এর আগে সকাল ১০টা থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ শুরু হয়। দুই দিনব্যাপী (১৫ ও ১৬ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এজন্য সমিতির অডিটোরিয়ামে ৫২টি বুথ বসানো হয়েছে। নির্বাচনে সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে সভাপতি পদে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, সহ-সভাপতি পদে মোহাম্মদ হোসেন ও মো. শহীদুল ইসলাম এবং সম্পাদক পদে মো. আবদুন নূর দুলালকে প্রার্থী করা হয়েছে। পাশাপাশি সহ-সম্পাদক পদে মো. হারুনুর রশিদ ও এ বি এম হামিদুল মিসবাহ, কোষাধ্যক্ষ পদে মো. ইকবাল করিম এবং সাতটি সদস্য পদে অ্যাডভোকেট হাসান তারিক পলাশ, মো. মনিরুজ্জামান রানা, মুনমুন নাহার, সুব্রত কুমার কু-ু, শফিক রায়হান শাওন, শাহাদাত হোসাইন রাজিব ও ফাতেমা বেগমকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে বিএনপি সমর্থীত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) থেকে সভাপতি পদে প্রার্থীরা হয়েছেন সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার মো. বদরুদ্দোজা (বাদল), সহ-সভাপতি পদে মনির হোসেন ও মো. আসরারুল হক, সম্পাদক পদে মো. রুহুল কুদ্দুস (কাজল)-কে প্রার্থী করা হয়েছে। একইসঙ্গে কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ কামাল হোসেন, সহ-সম্পাদক পদে মাহফুজ বিন ইউসুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমান খান এবং সাতটি সদস্য পদে মো. গোলাম আক্তার জাকির, মঞ্জুরুল আলম সুজন, মাহদীন চৌধুরী, ফাতিমা আক্তার, মোহাম্মদ ফয়সাল দস্তগীর, মো. মোস্তফা কামাল বাচ্চু ও আনোয়ারুল ইসলাম বাঁধনকে প্রার্থী করা হয়েছে। দুটি প্রধান দলের বাইরেও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৫ জন। ফলে সর্বমোট ৩৩ প্রার্থী এবারের ভোটযুদ্ধে লড়াই করছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে দু’টি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দু’টি এবং কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ