সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তিনি বৃহস্পতিবার দুপুর ২.০০ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বেইলি রোডস্থ সরকারি বাসভবনে ফিরেছেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ০৭ মে (শনিবার) রাতে অসুস্থতা অনুভব করায় মন্ত্রীকে রংপুর মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। ০৮ মে বিকাল ৩টা ৩০ মিনিটে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারযোগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে আনা হয়। সেখানে মন্ত্রী চিকিৎসাধীন ছিলেন।
—ইউএনবি
আরও পড়ুন
‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আ.লীগের প্রেতাত্মারা এখনো বহাল’
ক্ষমতায় টিকে থাকার একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে: মির্জা ফখরুল
এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই: বিএনপি