অনলাইন ডেস্ক :
অস্ট্রেলিয়ার ক্রিকেটের সবচেয়ে বড় ও বিব্রতকর আন্তর্জাতিক কেলেঙ্কারির পর দেশটির টেস্ট ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন টিম পেইন।
চার বছর আগে একজন মহিলা সহকর্মীকে সেক্সটেক্সট পাঠানোর জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তের পর শুক্রবার টেস্ট অধিনায়কের পদ ছেড়ে দেন পেইন।
নিউজ কর্পোরেশনের প্রতিবেদনে সেক্সটিং কেলেঙ্কারির কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিজ্ঞ এই উইকেটরক্ষক। ৩৬ বছর বয়সী পেইন শুক্রবার অ্যাডিলেডে মিডিয়ার সামনে উপস্থিত হয়ে ঘোষণা করেছেন যে তিনি অধিনায়কত্ব থেকে পদত্যাগ করছেন কিন্তু টেস্ট স্কোয়াডের সদস্য থাকতে চান।
৮ ডিসেম্বর ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজ শুরু হওয়ার তিন সপ্তাহেরও কম সময় আগে এই ঘোষণা আসে।
পেইন বলেছেন, এটি একটি কঠিন সিদ্ধান্ত, তবে আমার, আমার পরিবার ও ক্রিকেটের জন্য সঠিক সিদ্ধান্ত।এসময় নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছেন পেইন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলা হয়েছে যে তাদের বোর্ড পেইনের পদত্যাগপত্র গ্রহণ করেছে এবং নতুন টেস্ট অধিনায়ক নিয়োগের চেষ্টা করছে।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর