অনলাইন ডেস্ক :
গোল বা অ্যাসিস্টে নাম নেই। তবে মাঝমাঠে আরেকটি আলো ঝলমলে পারফরম্যান্স দিয়ে বার্সেলোনা কোচ শাভি এরনান্দেসের মন জয় করে নিয়েছেন গাভি। সেভিয়ার বিপক্ষে তরুণ মিডফিল্ডারের খেলায় খুব খুশি তিনি। স্পেনের বিশ্বকাপজয়ী তারকার মতে, ম্যাচটিতে দলের সেরা পারফরমার গাভি। লা লিগায় গত শনিবার প্রতিপক্ষের মাঠে ৩-০ গোলে জিতেছে কাতালান ক্লাবটি। দলটির হয়ে জালের দেখা পেয়েছেন রবের্ত লেভানদোভস্কি, রাফিনিয়া ও এরিক গার্সিয়া। গোলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত না থাকলেও বিশেষভাবে নজর কেড়েছেন গাভি। সেভিয়ার বিপক্ষে ম্যাচসহ এই মৌসুমে টানা চার ম্যাচে শুরুর একাদশে থাকা গাভি পুরোটা সময় জুড়েই ছিলেন দুর্দান্ত। ম্যাচের পর সংবাদ সম্মেলনে ১৮ বছর বয়সী এই ফুটবলারকে প্রশংসায় ভাসান শাভি। তিনি বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে ছাপিয়ে যাচ্ছেন গাভি। “এটা (গাভির পারফরম্যান্স) আমাকে অবাক করে না, আমি প্রতিদিন তাকে অনুশীলনে দেখি। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও মন উজার করে খেলার ওপর নির্ভর করে।” “(সেভিয়ার বিপক্ষে) সে-ই সেরা খেলোয়াড় ছিল। সে তার গতিময় ফুটবল, লড়াকু মানসিকতা, পাসিং, চাপ বাড়ানোর চেষ্টায় নজর কাড়ে- হৃদয় উজাড় করে ছুটে বেড়ায়।” লিগে ৪ ম্যাচে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করবে আগামী বুধবার। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে ভিক্তোরিয়া প্লাজেনের বিপক্ষে খেলবে তারা। সব ঠিক থাকলে এই ম্যাচ ও আগামী সপ্তাহগুলোতেও বার্সেলোনার শুরুর একাদশে থাকতে পারেন গাভি। আর তা হলে স্পেনের হয়ে উয়েফা নেশন্স লিগে অংশ নেওয়ার আগে প্রস্তুতিটা দারুণ হবে তার জন্য।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর