নাট্যচার্য সেলিম আল দীনের ১৪তম প্রয়াণ দিবস আজ। ২০০৮ সালের এই দিনে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দিবসটি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
ফেনীতে ১৯৪৯ সালের ১৮ আগস্ট জন্ম নেয়া সেলিম আল দীন ১৯৭৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৮৬ সালে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা হলে তিনি এ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
ঔপনিবেশিক সাহিত্য ধারার বিরুদ্ধে গিয়ে তিনি নাটকে আবহমান বাংলার গতিশীল ধারা ফিরিয়ে আনেন। বাংলাদেশে গ্রাম থিয়েটারের স্বপ্নদ্রষ্টা এই মহারথী। ঢাকা থিয়েটারের প্রাণপুরুষও তিনি।
সেলিম আল দীন অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। তিনি ১৯৮৪ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৯৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ২০০৬ সালে একুশে পদকে ভূষিত হন।
এছাড়া তিনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উপদেষ্টা এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যও ছিলেন।
—ইউএনবি
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব