January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 25th, 2023, 7:56 pm

সোনামসজিদ সীমান্তে যুবক আটক, অস্ত্র ও গুলি জব্দ

চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ সীমান্তে অস্ত্রপাচারের অভিযোগে এক যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে আটকের সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন জব্দ করা হয়েছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আটক আব্দুল্লাহ প্রান্ত (২১) পাবনা জেলার ফরিদপুর উপজেলার বোনাইনগর গ্রামের মিলন আলির ছেলে।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে সোনামসজিদ বিওপিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

তিনি জানান, অস্ত্র পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তের কয়লাবাড়ি এলাকায় একটি আম বাগানে বিজিবির অভিযান চালায়। এসময় একটি অটোরিকশা তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আব্দুল্লাহ প্রান্তকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

—-ইউএনবি