অনলাইন ডেস্ক :
দীর্ঘ চার বছরের সম্পর্ক ভেঙ্গে গেছে কলকাতার অভিনেত্রী সোহিনী সরকারের। রণজয় বিষ্ণুর সঙ্গে ব্রেকআপ হয়েছে এই অভিনেত্রীর। আনন্দবাজার বলছে, তাঁদের সম্পর্ক ভাঙ্গার কারণ দুজনেই নতুন সম্পর্কে জড়িয়েছেন। সোহিনী সরকারের সঙ্গে নাকি তাঁর কোনো সহ অভিনেতার নাম জড়িয়েছে। অন্যদিকে রণজয় বিষ্ণুর সঙ্গে ছোট পর্দার এক অভিনেত্রীর নাম জড়িয়েছে। সোহিনী বা রণজয় কেউ এখনই এই বিষয়ে কথা বলতে চাননি।
প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউনের সময় তাঁরা লিভ ইন করতেন। দুজনের দুই বাড়িতেও দুজনের অবাধ যাতায়াত ছিল। কিন্তু শেষ পর্যন্ত মান, অভিমান, ঝগড়ার পাহাড় ডিঙিয়ে তাঁরা আর এক হলেন না। কদিন ধরেই যে ফিসফাস শোনা যাচ্ছিল সেটা নাকি সত্যি। সোহিনী সরকার বর্তমানে ওয়েব সিরিজ, সিনেমা মিলিয়ে একের পর এক প্রজেক্টে কাজ করে চলেছেন।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত