অনলাইন ডেস্ক :
সৌদি আরবে বিগত ৬ বছরে দেশটিতে নারী ব্যবসায়ীদের বাণিজ্যিক রেজিষ্ট্রেশন বেড়েছে ১১২ শতাংশ। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় অর্থনৈতিক কার্যক্রমে নারীদের অংশগ্রহণকে বেশ উৎসাহ দিয়ে থাকে এবং নানা পদক্ষেপ নিয়ে থাকে। যা সেদেশের নারীদের ব্যবসা কার্যক্রম পরিচালনা সহজ করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের বরাতে সৌদি গ্যাজেটের প্রতিবেদন জানায়, গত বছর এই বাণিজ্যিক রেজিষ্ট্রেশন হার ছিলো সর্বোচ্চ। ২০১৫ সালে ৬৫ হাজার ৯১২টি রেজিষ্ট্রেশনের তুনলায় গত বছর রেজিষ্ট্রেশন হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৭৫৪টি। এবছরে এসে মোট রেজিষ্ট্রেশন দাঁড়িয়েছে ৮ লাখ ১৭ হাজার ৯৩০। যাকে তাৎপর্যপূর্ন ঊর্ধ্বগতি হিসেবে ভাবছে দেশটি। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি সরকারের নেয়া উল্লেখযোগ্য পদক্ষেপ গুলো হলো- নারীদের বাণিজ্যিক কর্মকা- শুরুর পদ্ধতি সহজ করা, যেকোনো রেকর্ড রাখার অনুরোধ গ্রহণ করা, ট্রেডমার্ক, ডিলারশিপ এবং তাদের ফ্রিল্যান্স পেশায় প্রবেশযোগ্যতা সহজ করেছে দেশটি। নারীরা যেসব বাণিজ্যিক কার্যক্রমে জড়িত তার বিশেষ কিছু ক্ষেত্র হলো, খুচরা ও পাইকারি ব্যবসায়, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, প্রশাসনিক পরিষেবা, পেশাদারি, বৈজ্ঞানিক এবং কারিগরি কার্যক্রম, পরিবহন এবং লজিস্টিকস, রিয়াল স্টেট এবং কনট্রাক্টিং। নারীদের জন্য আধুনিক প্রযুক্তির উপর নির্ভরশীল উন্নত কাজের পরিবেশ সমন্বিত একটি ব্যবসায় কেন্দ্র স্থাপন করতে চায় বলে জানায় মন্ত্রণালয়। যা ভিশন ২০৩০ এর একটি অন্যতম উদ্দেশ্য।
আরও পড়ুন
শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধি ও ৪৩ টি পণ্যের শুল্কহার বৃদ্ধি নিয়ে ঢাকা চেম্বারের উদ্বেগ
দাবানলে পুড়ছে হলিউড হিলস
২০২৪ সালে ৪০ কোটি টাকার বীমাদাবি প্রদান করলো প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স