January 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 25th, 2023, 7:37 pm

স্টার সিনেপ্লেক্সে ভালো দর্শক পাচ্ছে ‘লোকাল’

অনলাইন ডেস্ক :

ঈদের দিন থেকেই সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সে বেশ দাপট দেখাচ্ছে সাইফ চন্দন পরিচালিত আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত ‘লোকাল’ সিনেমাটি। ক্রমেই আসছে হাউজফুলের খবর। আবার অনেকেই টিকিট না পেয়ে চলে যাচ্ছেন বলে খবর রয়েছে। বিশেষ করে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি ভালো দর্শক পাচ্ছে বলে জানালেন সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ। এদিকে দর্শক প্রতিক্রিয়াও ভালো সিনেমাটির। বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে হাজারিবাগ থেকে স্বামীকে নিয়ে সিনেমা দেখতে আসা উম্মে হাবিবা বলেন, বুবলীকে চিনি কিন্তু আদর নামের নায়কটিকে আজ প্রথম দেখলাম। খুব চমৎকার গল্পের সিনেমা। এমন পাগলামি প্রেমের গল্প দেখতে ভালোই লাগে। গ্রিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, আমরা বন্ধুরা মিলে সিনেমাটি দেখলাম। সত্যি কথা বলতে কি আমরা অন্য একটি সিনেমা দেখতে এসেছিলাম। টিকিট পাইনি তাই বাধ্য হয়েই লোকাল সিনেমাটি দেখলাম। সত্যি কথা বলতে আমাদের সিনেমা যে এভাবে এগিয়ে যাচ্ছে ভাবতেও পারিনি। সঙ্গে থাকা বান্ধবী নাহার, সুমাইয়াও একই কথা বললেন। ঈদুল ফিতর উপলক্ষে দেশজুড়ে ১১ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘লোকাল’। শুধু ঢাকাতেই নয়, ঢাকার বাইরেও সিনেমাটি হাউজফুল যাচ্ছে। সোমবার রংপুরের আকাশ টকিজ সিনেমা হলে ‘লোকাল’ হাউজফুল যায়। এ সময় টিকিটের জন্য দর্শকের জন্য দীর্ঘ লাইন দেখা যায়। অন্যসব প্রেক্ষাগৃহগুলোতেও একই চিত্র। মেসবাহউদ্দিন আহমেদ বলেন, লিডার আর কিল হিম তো বড় বাজেটের সিনেমা। এই দুটি সিনেমার কথা আলাদা। এর বাইরে ‘লোকাল’র দর্শক আগ্রহে আমরা মুগ্ধ। সিনেমাটি হল কম পেয়েছে, প্রচারণার সময়ও কম পেয়েছে। প্রপার প্রচারণা করতে পারলে সিনেমাটি পরাণ’র মতো হিট হওয়ার সুযোগ ছিল। তারপরও বলা যায় না যে আগ্রহ দেখছি আগামী সপ্তাহ থেকে লোকাল পরাণের মতো লেগে যেতে পারে। মেসবাহ জানান, ঈদের দিন অল মোস্ট হাউজফুল গেলেও দ্বিতীয় এবং তৃতীয় দিন পুরোপুরি হাউজফুল গেল সিনেমাটি। নিদিষ্ট সময়ের আগেই লোকালের টিকিট শেষ হয়ে যায়। আমরা আশা করি আগামী সপ্তাহে আরও ভালো যাবে। সিনেমার চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ। ‘লোকাল’ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরীফ প্রমুখ।