January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 12th, 2022, 7:47 pm

স্থগিত ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপ বাছাই পর্বের স্থগিত ম্যাচটি না খেলতে ফিফার কাছে আপিল করেছিল ব্রাজিল-আর্জেন্টিনা। তবে ফিফার রায়, খেলতেই হবে ম্যাচটি। এরইমধ্যে বৃহস্পতিবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) স্থগিত করল অস্ট্রেলিয়ায় ১১ জুন হতে যাওয়া আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচটি। সিবিএফের সমন্বয়ক জুনিনহো পাওলিস্তা বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। ম্যাচটি আগামীতে হবে কি না, সেই নিশ্চয়তাও দিতে পারেননি জুনিনহো। ১ জুন ইতালি আর ৬ জুন ইসরায়েলের বিপক্ষে খেলার পর মেলবোর্নে যাওয়ার বিপক্ষে ছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। এদিকে, জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। নেইমার, ভিনিসিয়ুসদের নিয়ে সেরা দলটাই দিয়েছেন তিতে।