অনলাইন ডেস্ক :
প্রতি আক্রমণে নিখুঁত পারফরম্যান্স করে মেয়েদের বিশ্বকাপে স্পেনকে উড়িয়ে দিলো জাপান। হিনাতা মিয়াজাওয়ার জোড়া গোলে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে খেলতে যাচ্ছে এশিয়ান পরাশক্তি। সোমবার ওয়েলিংটনে ৪-০ গোলে জিতেছে তারা। ১২ ও ৪০ মিনিটে হিনাতা গোল দুটি করেন। মাঝে স্ট্রাইকার রিকো উয়েকি জাল কাঁপান। খেলা শেষ হওয়ার আট মিনিট আগে চমৎকার স্ট্রাইকে চতুর্থ গোল করেন বদলি নামা মোমোকো তানাকা।
১১ বছরে প্রথমবার এক ম্যাচে চার গোল হজম করলো স্পেন। সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলো খেলতে তারা অকল্যান্ড যাবে। তিনটি বিশ্বকাপে খেলা স্প্যানিশরা তাদের ইতিহাস সেরা সাফল্য পাওয়ার অপেক্ষায়। কখনও কোয়ার্টার ফাইনালে খেলা হয়নি তাদের। অন্যদিকে ২০১১ সালের চ্যাম্পিয়ন ও ২০১৫ সালের রানার্সআপ জাপান। শনিবার তারা নরওয়ের সঙ্গে ম্যাচ খেলতে ওয়েলিংটনেই থাকছে। এই ম্যাচে মুখোমুখি হওয়ার আগেই দুই দল নকআউট নিশ্চিত করে। গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচই জিতেছিল তারা।
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল