অনলাইন ডেস্ক :
‘রাষ্ট্রদ্রোহী প্রকাশনা প্রকাশের ষড়যন্ত্রের’ অভিযোগে হংকংয়ের একটি অনলাইন সংবাদমাধ্যমের ছয় সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। হংকং পুলিশ ওই প্রকাশনাটির নাম বলেনি। তবে ধারণা করা হচ্ছে সেটি হংকংয়ের স্বাধীন সংবাদমাধ্যম ‘স্ট্যান্ড নিউজ’। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিন নারী ও তিন পুরুষ রয়েছেন এবং এদের বয়স ৩৪ থকে ৭৩ বছরের মধ্যে। বুধবার (২৯ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন জানিয়েছে, ওই প্রকাশনা অফিসে অভিযান চালাতে দুই শতাধিক পুলিশ পাঠানো হয়েছে এবং অনুসন্ধান অভিযান এখনো চলছে। পুলিশ এক বিবৃতিতে বলেছে, তাদেরকে ‘প্রাসঙ্গিক সাংবাদিকতা সামগ্রী অনুসন্ধান এবং জব্দের’ অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে স্ট্যান্ড নিউজের ফেসবুক পেজে পোস্ট করা ফুটেজে দেখা যায়, বুধবার (২৯ ডিসেম্বর) সকালে সংবাদমাধ্যমটির ডেপুটি অ্যাসাইনমেন্ট ডিরেক্টর রনসন চেনের দরজায় বেশ কয়েকজন পুলিশ সদস্য রয়েছেন। তাতে মনে হয়েছে কথিত ওই অপরাধের জন্য তাদের কাছে আদালতের নির্দেশনা ছিল। পপ স্টার থেকে গণতন্ত্রের আইকন হওয়া ডেনিস হো, যিনি স্ট্যান্ড নিউজের সাবেক বোর্ড মেম্বার তিনিও গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন। তিনি নিজেই এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ওই পোস্টে জানান, তিনিও একই অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এবং দেশটির পশ্চিমাঞ্চলীয় পুলিশ স্টেশনে তাকে নেওয়া হয়েছে। বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন প্রণয়নের পর থেকে হংকং শহর কর্তৃপক্ষ গণতান্ত্রিক স্বাধীনতার ওপর দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে এবং গণতন্ত্রপন্থী সংবাদপত্র বন্ধ, অ্যাক্টিভিস্টদের গ্রেপ্তার এবং হাজার হাজার বাসিন্দাকে বিদেশে পালাতে বাধ্য করেছে।
আরও পড়ুন
দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে পাল্টা তলব
লস অ্যাঞ্জেলেসে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ২৪
লস অ্যাঞ্জেলেস ঘরের বাইরে কাজে গেলে এন–৯৫ মাস্ক পরার পরামর্শ অনীশ মহাজনের