হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখালে সিগারেটের ধোঁয়া ছাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৭ পুলিশসহ ২৫ জন আহত হয়েছেন।
এই সংঘর্ষের সময় একটি মোটরসাইকেল ও একটি পিকআপ ভ্যানসহ বেশ কিছু দোকান ভাঙচুর করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ধুলিয়াখাল এলাকার এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বৃহস্পতিবার রাতে দুই যুবকের মধ্যে সিগারেটের ধোঁয়া ছাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেখানে দুই যুবকের লোকজন জড়ো হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
খবর পেয়ে সদর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১০ রাউন্ড রাবার বুলেট ও চার রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, সংঘর্ষে ৭ পুলিশসহ ২৫ জন আহত হয়েছেন।
—–ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার