অনলাইন ডেস্ক :
বলিউডের খ্যাতনামা অভিনেত্রী আলিয়া ভাট। তার অভিনয় বহুল প্রশংসিত হয়েছে দর্শক থেকে সমালোচক মহলে। তবে এবার হলিউডের খাতায় নাম লেখাতে চলেছেন মিষ্টি চেহারার আলিয়া ভাট। এরইমধ্যে মার্কিন ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা উইলিয়াম মরিস এন্ডেভার এর সঙ্গে চুক্তিপত্রে সই করেছেন আলিয়া। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই হলিউড সিনেমার নাম ঘোষণা করবেন আলিয়া। বেশ কয়েকটি চিত্রনাট্য পড়েছেন আলিয়া তার মধ্যে কয়েকটি পছন্দও হয়েছে তার। আর তাই সব মিলিয়ে বলিউড থেকে হলিউডে পাড়ি দেওয়া নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। আলিয়ার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, হলিউডে জেনিফার লরেন্সকে খুব পছন্দ আলিয়ার। এজন্য সিনেমায় জেনিফার লরেন্স যে ধরণের অভিনয় করেন তেমন কিছু চাইছেন অভিনেত্রী। বেশ কিছুদিন ধরেই হলিউডে পাড়ি দেওয়ার পরিকল্পনায় ছিলেন আলিয়া। বলিউড থেকে হলিউডে এর আগে নাম লিখিয়েছিলেন দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া। এদিকে আলিয়া ও রণবীরের বিয়ে নিয়ে বলিউডে আলোচনা এখনও তুঙ্গে। সম্প্রতি দীপাবলিতে নিজেদের ঘনিষ্ঠ একটা ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন আলিয়া। শোনা যাচ্ছে সামনে বছরের প্রথম দিকে বিয়ে করবেন এই জুটি।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত