January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 26th, 2022, 7:31 pm

হলিউড সিনেমায় প্রস্তাব পেলেন আল্লু অর্জুন

অনলাইন ডেস্ক :

একের পর এক শিরোনাম তৈরি করে চলেছেন দক্ষিণের সবচেয়ে বড় তারকা আল্লু অর্জুন। ইদানীং তিনি এতটাই জনপ্রিয়তার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন যে এখন তাঁর ভক্তরা তাকে সর্বত্র দেখতে চায়। ‘পুষ্পা’র সাফল্যের পর তিনি ‘প্যান ওয়ার্ল্ড তারকা’ হয়ে উঠেছেন, যেখানে বিশ্বের প্রতিটি কোণায় তাঁর ভক্তসংখ্যা বেড়েই চলেছে। তবে এবার নতুন খবর এই যে, আল্লু অর্জুন এখন হলিউডে ডানা মেলার জন্য প্রস্তুত। ঘনিষ্ঠ একটি সূত্র সম্প্রতি ভারতীয় গণমাধ্যম পিংকভিলাকে জানিয়েছে, ‘আল্লু অর্জুনকে হলিউডে ছবির প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাব দিয়েছেন হলিউডের একজন বড় মাপের পরিচালক-প্রযোজক। অভিনেতা যখন কুচকাওয়াজের জন্য নিউইয়র্কে ছিলেন, তখন তিনি একটি সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির জন্য ‘গোপন মিটিং’ করেছিলেন যেখানে তাকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। ’ তবে এই বিষয়ে আল্লু অর্জুন নিজে এখনও কিছু জানাননি। ২০২২ সালের শুরুতে ‘পুষ্পা’র সাফল্যের পরে বলিউড ও নামিদামি ব্র্যান্ডসহ সব জায়গা থেকে অফার পেয়ে আসছেন এই দক্ষিণী অভিনেতা। এখন যদি তাঁর হলিউডে অভিষেকের খবর সত্য হয় তবে এটি সম্পূর্ণরূপে ভক্তদের জন্য সত্যিকারের উৎসবে পরিণত হবে। সম্প্রতি আল্লু অর্জুন তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা: দ্য রুল’ এর শুটিং শুরু করতে যাচ্ছেন। ‘পুষ্পা’র সিক্যুয়েলের কাজটি কয়েকদিন আগে একটি মহরত পুজার মাধ্যমে শুরু হয়েছে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সুকুমার। সুপরিচিত প্রোডাকশন হাউস ‘মিথ্রি মুভি মেকার্স’ এটির প্রযোজনা করছে। সিনেমাটিতে আল্লু অর্জুনকে আবার পুষ্পারাজের ভূমিকায় দেখা যাবে। রাশ্মিকা মান্দান্না থাকবেন শ্রীবাল্লীর ভূমিকায়। এই দুজন ছাড়াও মালায়লাম তারকা ফাহাদ ফাসিল আবারও এসপি ভানওয়ার সিং শেখাওয়াতের চরিত্রে অভিনয় করবেন। সিনেমাটির অন্যান্য কাস্ট এখনও ঘোষণা করা হয়নি। যদিও প্রতিবেদনে বলা হয়েছে যে জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী প্রিয়ামণিও ‘পুষ্পা: দ্য রুল’ এর গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন। সূত্র : পিংকভিলা