January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 24th, 2023, 8:05 pm

হামলার শিকার বারী সিদ্দিকীর মেয়ে

অনলাইন ডেস্ক :

প্রয়াত সংগীতশিল্পী বারী সিদ্দিকীর মেয়ে কণ্ঠশিল্পী এলমা সিদ্দিকী। মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটে হামলার শিকার হয়েছেন বলে জানান তিনি। বুধবার ফেসবুকে তার ওপর হামলার বিবরণও দিয়েছেন এলমা। ইলমা বলেন, ‘মঙ্গলবার রাতে ধানমন্ডির ৫ নম্বর রোডের দিকে ওয়েস্টার্ন পোশাকে ব্যায়াম করছিলাম। সেসময় হঠাৎ অপরিচিত এক মহিলা আমার পোশাক নিয়ে কটু মন্তব্য করেন। খুব বাজেভাবে পোশাক বুলিংয়ের শিকার হয়েছি তার কাছে। কিন্তু আশেপাশের কেউ এগিয়ে আসেনি চিৎকার করার পরও। পরবর্তীতে একা ওই অপরিচিত মহিলাকে ধরতে সক্ষম হয়েছি আমি। পরে ধানমন্ডি থানায় তাকে সোপর্দ করি। বর্তমানে সেখানেই আছেন তিনি।’ তিনি বলেন, ‘আমি এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। যেন আর কোনো নারীকে আমার মতো পোশাক বুলিংয়ের শিকার না হতে হয়। উপযুক্ত শাস্তি চেয়ে কৃর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’ ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নির্দিষ্ট অভিযোগ পেলে নিয়মিত মামলায় বিচার প্রক্রিয়া এগিয়ে নেয়া হবে।’ ব্রিটেনে হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস গ্রাজুয়েট সম্পন্ন করেছেন এলমা সিদ্দিকী। লন্ডন থেকে গ্র্যাজুয়েশন শেষ করে দেশে ফিরেন এলমা। এখন শুধু গান নিয়েই কাজ করছেন। বাবার সান্নিধ্যে থেকে গানের প্রতি আগ্রহী হয়ে উঠেছিলেন। খুব সহজে তার গাওয়া গানগুলো কণ্ঠে তুলতে পারতেন এলমা। ইতোমধ্যে তার মৌলিক গানও প্রকাশ করেছেন। গানগুলো শ্রোতারা বেশ পছন্দ করেছেন।