January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 12th, 2023, 10:55 am

হাম্মাদিয়া হাই স্কুল এর ৮৫ ব্যাচের দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক :

হাম্মাদিয়া হাই স্কুল এর ৮৫ ব্যাচের সহপাঠী উদ্যোগে, সদ্য প্রয়াত বন্ধু হাজী মোহাম্মদ আসলাম ও মোহাম্মদ হারুন স্মরণে গত বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডে রমাজের সর্দার কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।

দোয়া মাহফিলটি পরিচালনা করেন বাইতুল ইজ্জত জামিয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি মাওলানা আব্দুর রশিদ।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন মোঃ ইসমাইল হোসেন – ধর্ম বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ,গোলাম মোস্তফা- ৮৫ ব্যাচের সহপাঠী ও সভাপতি বংশাল থানা আওয়ামী লীগে , ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোহাম্মদ আউয়াল,
বেগম বাজার-মৌলভীবাজার বণিক সমিতি সভাপতি মো:সাহিদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম মনিম,ইমতিয়াজ আহমদ খান গুড্ডু -সভাপতি হাম্মাদিয়া অ্যালামনাই এসোসিয়েশন ও সহ-সভাপতি বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন,সিনিয়র ফটো জার্নালিস্ট মঈনউদ্দীন আহমদ মো: বসির হোসেন যুগ্ম সম্পাদক বাইতুল ইজ্জত জামে মসজিদ, হাজী মোঃ জানে আলম প্রচার সম্পাদক ঢাকা যুব ফাউন্ডেশন সহ হাম্মাদিয়া হাই স্কুল -৮৫ ব্যাচের স্কুল জীবনের বন্ধুরা। প্রায়াত বন্ধু আসলাম ও হারুন এর সাথে ঘটে যাওয়া বিগত জীবনের স্মৃতিচারণের পর দোয়া মোনাজাত এর মধ্য দিয়ে শেষ করা হয় এবং ৮৫ ব্যাচের এই বন্ধুদের একত্রিত থাকা লক্ষ্যে ইব্রাহিম মুনিমকে আহবায়ক ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয় ।