জেলা প্রতিনিধি, ফেনী:
ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে টানা তৃতীয় বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে হ্যাট্রিক পূর্ণ করলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মিলন।
২৬ ডিসেম্বর রবিবার চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে ১৬,৪০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম পেয়েছেন (আনারস) ১৩১৯ ভোট। উক্ত ইউনিয়নে ইভিএমে ভোট অনুষ্ঠিত হয়।
মিলন ২০১১ সালে ওই ইউনিয়নে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরেই ইউনিয়নকে উন্নয়নের মাস্টার প্লানের আওতায় এনে ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছেন। মেধা, মনন, কর্ম প্রয়াস শ্রমের মাধ্যমে ব্যবস্থাপনাগত দক্ষতা অর্জনের মধ্য দিয়ে তিনি নিজেকে গড়েছেন পরিশীলিতভাবে এক উজ্জ্বল অধ্যায়ে। এলাকার গরীব দুঃখী মানুষের পাশে থেকে তিনি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সর্বোপরি গরীব মেহনতী মানুষের প্রকৃত জনদরদি হিসেবে তিনি এলাকায় ব্যাপক পরিচিত ও জনপ্রিয়তা লাভ করেছেন। এজন্য তিনি দানবীর হিসেবে ওই ইউনিয়নের সর্বত্র পরিচিত।
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বিলুপ্ত পথে খেজুর গাছ ও রস!
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন
রংপুরে নবানযোগ্য জ্বালানি প্রচারণা অনুষ্ঠিত