কিশোরগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ১৮ ঘণ্টা পর ভৈরব-ময়মনসিংহ রুটে চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় স্বাভাবিক হয় ভৈরব-ময়মনসিংহ রেলপথ।
শনিবার (২৫ নভেম্বর) বিকাল ৪টা ২০ মিনিটে গচিহাটা রেলস্টেশনে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হলে ময়মনসিংহ-ভৈরব রেলপথ যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে।
পরে, শনিবার রাত সাড়ে ১১টায় ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে দুইটি উদ্ধার ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে।
রেলওয়ে সূত্রে জানা যায়, শনিবার বিকালে চট্টগ্রাম থেকে ময়মনসিংহ অভিমুখে বিজয় এক্সপ্রেস ট্রেনটির গচিহাটা স্টেশনে অপেক্ষামান থাকার সময় ঢাকা অভিমুখী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সে সময় ক্রসিং হওয়ার কথা ছিল। কিন্তু ক্রসিংয়ের জন্য পয়েন্ট লাইন পরিবর্তনের সময় ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন ও দু’টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
ফলে বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনেই কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি রয়ে যায়। এতে, গচিহাটা স্টেশনে বিজয় এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। এ পরিস্থিতিতে ভৈরব-ময়মনসিংহ রুটে সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
কিশোরগঞ্জ স্টেশন মাস্টার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
—-ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার