January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 6th, 2022, 7:47 pm

৩ দিনে ‘বিক্রম’ সিনেমার আয় শত কোটির বেশি

অনলাইন ডেস্ক :

লোকেশ কানাগারাজ পরিচালিত সিনেমা ‘বিক্রম’। অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটিতে অভিনয় করেছেন কমল হাসান। গত শুক্রবার মুক্তি পেয়েছে তামিল ভাষার এ সিনেমা। মুক্তির পর থেকে বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে এটি। এরইমধ্যে শত কোটির ক্লাব পেরিয়ে গেছে সিনেমাটি। পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, মুক্তির প্রথম তিন দিনে ভারতে তামিল ভাষার চারটি সিনেমা ১০০ কোটি রুপি আয় করেছে। তার মধ্যে একটি ‘বিক্রম’। বাকি তিনটি হলো ‘কাবিল’, ‘২.০’, ‘বিস্ট’। কমল হাসানের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে এটি সর্বোচ্চ আয় করা সিনেমা। ২০০৮ সালে তার অভিনীত ‘দস্যুবাতারাম’ সিনেমাটি তিন দিনে আয় করেছিল ৮৫ কোটি রুপি। ‘বিক্রম’ সিনেমাটি গত শুক্রবার ৩৪ কোটি রুপি, শনিবার ৩১.৭৫ কোটি রুপি, রোববার ৩৫ কোটি রুপি আয় করেছে। যার মোট আয় দাঁড়ায় ১০০.৭৫ কোটি রুপি। সিনেমাটিতে আরো বেশ কজন গুণী অভিনয়শিল্পী অভিনয় করেছেন। তারা হলেনÑবিজয় সেতুপতি, ফাহাদ ফসিল, গায়েত্রী শংকর প্রমুখ।