January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 4th, 2022, 5:54 pm

৩ মাস কাজ করবেন না প্রভাস

অনলাইন ডেস্ক :

সুপারস্টার প্রভাস ভক্তদের জন্য মন খারাপ করা এক খবর। সবশেষ ‘রাধে শ্যাম’ সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে; এরপর নতুন খবর হচ্ছে আগামী তিন মাস কোনো কাজে দেখা যাবে না এ দক্ষিণ ভারতীয় তারকা অভিনেতাকে। সিনেমা ফ্লপ বলে প্রভাস কাজ করবেন না, ব্যাপারটির এমন নয়। বলিউড-ভিত্তিক পোর্টাল বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানাচ্ছে, প্রভাসের হাঁটুতে বড় অস্ত্রোপচার হয়েছে, আর সে কারণেই তাঁকে তিন মাস সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। প্রভাসের হায়দরাবাদের একটি সুপরিচিত সূত্র বলিউড হাঙ্গামার কাছে দাবি করেছে, ‘সাহো’ সিনেমার অ্যাকশন দৃশ্যের সময় তাঁর পায়ে চোট লেগেছিল। কয়েক বছর আগে তাঁকে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছিল। সেটিই এখন করা হয়েছে। প্রভাস তাঁর ‘আদিপুরুষ’ সিনেমার শুট শেষ করেছেন। বাকী আছে ‘প্রজেক্ট কে’ সিনেমার দৃশ্যধারণ। সুস্থ হয়েই সে কাজে ফিরবেন তিনি। ২০০২ সালে ‘এশওয়ার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন প্রভাস। তাঁর অভিনীত ২০১৭ সালের ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ সিনেমা ছিল গ্লোবাল ভারতীয় চলচ্চিত্রের সর্বকালের সর্বাধিক ও ভারতের সর্বাধিক ব্যবসা সফল সিনেমা।