January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 26th, 2022, 8:06 pm

৩০ জুনের মধ্যে ঝুলন্ত তার সরানোর নির্দেশ ডিএনসিসি মেয়রের

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন রাস্তার ঝুলন্ত তার চলতি বছরের ৩০ জুনের মধ্যে অপসারণ করতে হবে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

এছাড়া নগরবাসীর দুর্ভোগ লাঘবে বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উন্নয়ন প্রকল্পের নামে রাস্তা খনন বন্ধ থাকবে বলে জানান তিনি।।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) গুলশান-২ নগর ভবনের হলরুমে বিভিন্ন প্রতিষ্ঠানের ওভারহেড ক্যাবল স্থানান্তর ও খনন করা রাস্তা মেরামত সংক্রান্ত এক সভায় এ নির্দেশনা দেন ডিএনসিসি মেয়র।

তিনি বলেন, সড়ক খননকারী প্রতিষ্ঠানগুলো নিয়ম না মানায় নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নগরীর কোথাও রাস্তা খনন করা যাবে না।

মো. আতিকুল ইসলাম বলেন, ওভারহেড ক্যাবলগুলোকে পরিকল্পিতভাবে ভূগর্ভে স্থানান্তর করতে হবে এবং সড়ক খননের সঙ্গে জড়িত কোম্পানিগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে হবে।

—ইউএনবি