অনলাইন ডেস্ক :
আফগানিস্তানে এখন ৪০ লাখের বেশি শিশু স্কুলের বাইরে রয়েছে, যার অর্ধেকের বেশি মেয়ে। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এ কথা জানিয়েছে। জাতিসংঘের সংস্থাটি আরো বলছে, গত তিন মাসে তারা প্রায় দেড় লাখ শিশুকে শিক্ষার সুযোগ দেওয়ার জন্য সহায়তা করেছে। এক টুইট বার্তায় ইউনিসেফ বলেছে, সংস্থাটি গত তিন মাসে দেশজুড়ে পাঁচ হাজার ৩৫০ কমিউনিটিভিত্তিক শ্রেণিকক্ষের মাধ্যমে এক লাখ ৪২ হাজার ৭০০-এর বেশি শিশুর জন্য শিক্ষার ব্যবস্থা করতে সহায়তা করেছে। তবে এ বিষয়ে আরো বেশি কিছু করা দরকার, কারণ এখনো ৪০ লাখের বেশি শিশু স্কুলের বাইরে রয়েছে, যার অর্ধেকের বেশি মেয়ে। তুরস্কভিত্তিক একটি এনজিও বলেছে, তারা দেশের বিভিন্ন স্থানে থাকা আফগান-তুর্কি স্কুলে যোগ দিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষার আয়োজন করেছে। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া তিন হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হওয়া মাত্র এক হাজার ওই স্কুলে ভর্তি হতে পারবে। এ বিদ্যালয়টির শিক্ষক ও পরীক্ষকরা বলেছেন, কয়েক বছরের তুলনায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের হার কমে আসছে। আবদুল বাকি ওরিয়াখাইল নামের একজন শিক্ষক বলেন, সাম্প্রতিক পরিবর্তন শিক্ষার্থীদের ভর্তি হওয়ার ওপর প্রভাব ফেলেছে।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
দাবানলে পুড়ছে হলিউড হিলস